বর্তমানে এইচএসসি ২০২৩ পরীক্ষা চলমান রয়েছে। কিভাবে শিক্ষকরা পরীক্ষার খাতা দেখছে এবং কিভাবে নাম্বার প্রদান করবে সে বিষয় নিয়ে আমরা কথা বলব।

বিভিন্ন শিক্ষক যারা কিনা এইচএসসি পরীক্ষা ২০২৩ খাতা দেখবে তাদের সাথে আমাদের কথা হয় তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে জানিয়েছে।

মূলত বাংলা প্রথম পত্র ও ২য়পত্র পরীক্ষা শেষ করে খাতা শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে। এখন সেই খাতা শিক্ষকরা দেখবেন

এবং তার উপর মূল্যায়ন করে নম্বর বোর্ডের কাছে পাঠাবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন আমরা শিক্ষকদের সহজ ভাবে

খাতা দেখার জন্য নির্দেশনা দিয়েছে। যাতে করে শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা প্রদান করা হয়, তবে এখানে শিক্ষকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুন

শিক্ষকরা যতটুকু মূল্যায়ন করবে তারপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে। বিভিন্ন শিক্ষক যারা কিনা গত কয়েক বছর

এইচএসসি পরীক্ষার খাতা দেখছে এবং এ বছর এইচএসসি ২০২৩ পরীক্ষার খাতা দেখবে তাদের সাথে কথা হলে, তারা আমাদেরকে জানায়

আমরা শিক্ষার্থীদেরকে অনেক সুন্দর ভাবে মূল্যায়ন করছি। যে শিক্ষার্থী যত নাম্বার পাওয়ার যোগ্য আমরা তাকে তত নম্বরে দিচ্ছি।

আমরা কোন ধরনের নাম্বার বাড়িয়ে দেয়ার মত চিন্তা ভাবনা আমাদের নেই। তবে যদি কোন কারণে শিক্ষার্থী প্রচুর লেখার পরও

এক বা দুই নম্বরের কারণে ফেল করে তখন আমরা চেষ্টা করব তাদেরকে নম্বর বাড়িয়ে দেওয়ার। একজন শিক্ষক শুধুমাত্র সৃজনশীল

অংশের খাতা দেখবে তাই এখানে শিক্ষার্থীকে প্লাস পাওয়ার বিষয় শিক্ষক কোন সহযোগিতা করবে না। তারা যতটুকু মূল্যায়ন করার

ততটুকু মূল্যায়ন করবে এবং সেভাবে শিক্ষার্থীর নাম্বার প্রদান করবে। এ প্লাস পাওয়ার বিষয়টি নির্ভর করা হয় বহুনির্বাচনী এবং সৃজনশীল উভয় মিলিয়ে।

তাছাড়া যদি পরীক্ষা খাতা দেখা শেষে ফেলের সংখ্যা বেশি হয় তখন শিক্ষকরা চেষ্টা করে দুই একজন শিক্ষার্থীকে পাস করে যাওয়ার কিনা খুব অল্প

নামরের কারণে ফেল করেছে। তবে এটা সম্পূর্ণ শিক্ষকের ব্যক্তিগত বিষয় এরকম কোন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনোই প্রদান করা হয় না।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment