এইচএসসি পরীক্ষা ২০২৩ এ কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে এবং কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা আজকে আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরব।
অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে এই বিষয়গুলো নিয়ে জানতে চায়। তাছাড়া রেজাল্ট প্রকাশ করা হবে, এই নিয়ম অনুসরণ করে কত নম্বর পেলে
শিক্ষার্থীরা পাস করবে। তা যদি জানতে পারে তাহলে তাদের পাশ নম্বর নিশ্চিত করতে পারবে এবং পরীক্ষা অনেক ভালোভাবে দিতে পারবে। মূলত অনেক শিক্ষার্থী জানে না তাদের কত নম্বর
পেলে সৃজনশীল বহুনির্বাচনী ব্যবহারিক পাশ করতে, যার কারণে শিক্ষার্থীরা ফেল করে থাকে এবং পরবর্তীতে তার সম্পূর্ণ বিষয়ে ফেল লেখায় দেখায়।
আরও পড়ুন
- এইচএসসি নতুন রুটিন প্রকাশ ২০২৩ – ৩ টি বোর্ড
- নতুন নিয়মে এইচএসসি পরীক্ষা হবে – জেনে নেও
- এইচএসসি পরীক্ষা শুরুর আগে দুঃসংবাদ
- কয়কটি এইচএসসি পরীক্ষা স্থগিত হবে পারে – কিন্তু কেনো ?
সৃজনশীল বহুনির্বাচনী আলাদা পাস –
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত রুটিনে বলা হয়েছে সৃজনশীল বহুনির্বাচনি এবং ব্যবহারিক অংশে শিক্ষার্থীদের কে
আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। যে সাবজেক্টে প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে সেখানে সৃজনশীলে আলাদা পাস করতে হবে।
বহুনির্বাচনি আলাদা পাস করতে হবে এবং ব্যবহারিক অংশ শিক্ষার্থীকে আলাদাভাবে নম্বর পেয়ে পাশ করতে হবে।
তাই আমরা আজকে এইচএসসি পরীক্ষা ২০২৩ শিক্ষার্থীদেরকে তিনটি বিষয়ে পাশ নম্বর আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি।
কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে
১০০ নম্বরে পরীক্ষার ক্ষেত্রে –
- ৭০ নম্বরে সৃজনশীল পরীক্ষায় ২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য
- ৩০ নম্বরে বহুনির্বাচনি পরীক্ষায় ১০ নম্বর পেতে হবে পাশ করার জন্য
৭৫ নম্বরে পরীক্ষার ক্ষেত্রে-
- ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষায় ১৭ নম্বর পেতে পাস করার জন্য
- ২৫ নম্বরে ব্যবহারিক পরীক্ষায় ৮ নম্বর পেতে হবে পাশ করার জন্য
- ২৫ নম্বরে বহুনির্বাচনের পরীক্ষায় ৮ নম্বর পেতে হবে পাশ করার জন্য
কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে
নিচে নিয়মটি আমরা তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থীরা দেখে নিতে পারবে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গেটের অন্তর্ভুক্ত হবে।
Mark | GPA | Point |
0-33 | F | 00 |
34-39 | D | 1 |
40-49 | C | 2 |
50-59 | B | 3 |
60-69 | A- | 3.50 |
70-79 | A | 4 |
80- 100 | A+ | 5 |
Add comment