উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এইচএসসি পরীক্ষা ২০২২ শুরু হয়েছে গত 6 নভেম্বর। এরই মধ্যে অনেকগুলো বিষয় পরীক্ষা শেষ হয়েছে।
পরীক্ষা শেষ করে খাতা থেকে শুরু করেছে শিক্ষকরা। এই মধ্যে অনেকগুলো বিষয় শিক্ষকের হাতে পৌঁছে গেছে।
আরও পড়ুনঃ ৪৫,৫০,৫৫ নম্বরে কত পেলে কোন গ্রেড ? HSC Exam 2022
তারা খাতা দেখা শুরু করেছে, যে সকল শিক্ষক পরীক্ষার খাতা পেয়েছে তাদের সাথে কথা বলে জানা যায় এ বছরে
তারা 200 থেকে 300 করে পরীক্ষার খাতা পেয়েছেন। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের থেকে কিছুটা কম তার
সাথে অনেক শিক্ষক পরীক্ষার খাতা দেখেছে তাই এর বেশি খেলে তাদেরকে দেয়া হয়নি। কোন কোন বিষয়ে খাতা
শিক্ষকের হাতে পেয়েছে জানতে চাইলে তারা বলেন শুধুমাত্র বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ইংরেজি শিক্ষকরা
ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র খাতে হাতে পেয়েছে। যে খাতাগুলো দেখা কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রতিটি পরীক্ষা
আরও পড়ুনঃ ২ টি সুখবর এইচএসসি পরীক্ষা ২০২২ উপলক্ষে – জেনে নেও
কেন্দ্রেই মিটিংয়ে বলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের কে কিভাবে নম্বর দেয়া হবে। সে প্রসঙ্গে কয়েকজন শিক্ষকের সাথে
কথা বলে জানা যায় তারা খাতা দেখার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা সবাইকে দিবে। যে সকল শিক্ষার্থীর লিখিয়েছে
তাদেরকে নম্বর দেওয়ার চেষ্টা করা হবে এবং সম্পূর্ণ নম্বর দেয়া হবে। কিন্তু যারা একদমই লিখতে পারেনি তাদেরকে
তো নম্বর দেওয়া সম্ভব নয়। কারণ শিক্ষক বলছে আমরা কখনোই কাউকে লিখে নম্বর দিতে পারবো না, যদি কোন
শিক্ষার্থী লিখে আসে তা যদি ভুল হয় তারা সর্বোচ্চ নম্বর দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক
কর্মকর্তা আরো জানান এবছরের নৈবিত্তিক এর সম্পূর্ণ বিষয়টি দেখবে ওএমআর মেশিন এর মাধ্যমে।
যেখানে শিক্ষার্থীদের তেমন কোনো ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে না। কিন্তু সৃজনশীলে তারা সুযোগ সুবিধা পাবে
বিশেষ করে যেসব শিক্ষার্থী 1 বা 2 নম্বরের জন্য ফেল করবে তাদেরকে সেই নম্বরটি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
এর পরও যদি কোন ধরনের সমস্যা হয় সেটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ধরা যাবে। আশা করা যাচ্ছে গত বছর থেকে
বছরে পাসের হার স্বাভাবিক থাকবে এবং এ+ সংখ্যা বাড়বে। এক্ষেত্রে যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে ইংরেজি
দ্বিতীয় পত্র পরীক্ষা কিছু খারাপ গেছে তা ছাড়া বাকি সকল বোর্ডের সকল বিষয়ে পরীক্ষা স্বাভাবিক হয়েছে।
[…] Read more: HSC Exam 2022 Checkbook Start – How Teachers Give Marks […]
[…] আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২২ খাতা দেখা শুরু – … […]