ইভ্যালি বর্তমান পরিচালক শামীমা নাসরিন। 6 অক্টোবর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসে জানায় আগামী 15 অক্টোবর নতুন সার্ভার এর মাধ্যমে পণ্য বেচাকেনা শুরু করবে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। শামীমা নাসরিন আরো জানান প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বর্তমানে কারাবন্দি অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ পূজা চেরি কে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে শাকিব খা

তার কাছে পুরনো সার্ভারের পাসওয়ার্ড রয়েছে। যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পাসওয়ার্ড ছাড়া আগের গ্রাহকদের পাওনা পরিশোধ করা সম্ভব নয়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে নতুন সার্ভার এর মাধ্যমে পণ্য বেচাকেনা কার্যক্রম শুরু করা হবে। আরও বলেন রাসেলকে ছাড়া টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তাই আমরা বাধ্য হয়ে নতুন সার্ভার খুলে ব্যবসা পরিচালনা করতে যাচ্ছি।

এর আগে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে গত বছর 17 সেপ্টেম্বর গ্রেপ্তার হন মোহাম্মদ রাসেল ও শামিমা নাসরিন। চলতি বছরের এপ্রিল মাসে শামিমা নাসরিন জামিন এর মাধ্যমে মুক্তি পেলও কারাবন্দি থেকে যান মোহাম্মদ রাসেল।

6 অক্টোবর সংবাদ সম্মেলনে শামিমা নাসরিন আরো জানান তার গ্রেপ্তার হওয়ার আগে থেকেই ইভ্যালি প্রতিষ্ঠান কর্মচারীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছিলেন। এর কারণে বাধ্য হয়ে রাসেল সাহেব একটি পাসওয়ার্ড নিজে সংগ্রহ সংরক্ষণ করতেন। তা কাগজে লিখে রাখলো কোন ভাবে তা হারিয়ে যায়।

বর্তমানে সেখানে কয়েকবার অভিযান চালিয়েছে তা ছাড়া অফিস প্রবেশপত্র খোলা থাকার কারণে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে তাই পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভব হয়নি। তার জন্যই মূলত নতুন সার্ভার খুলে খুলে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment