ইদুল আজাহা উপলক্ষে গত 27 জুন মুক্তি পায় “প্রিয়তমা” সিনেমার জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’ গানটি মুক্তির পর থেকে দর্শকদের মনে সাড়া ফেলে।

সিনেমাটি এবং দর্শক শ্রোতারা খুবি পছন্দ করে জনপ্রিয় এই গানটি। বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের 1 নাম্বরে রয়েছে জনপ্রিয় এই গানটি।

ইদুল আজাহার কয়েকদিন সপ্তাহ চলে গেলও ইউটিউব প্লাটফর্মে রাজত্ব করছে ‘ও প্রিয়তমা’ এই গানটি।

Priyotoma Movie Download Link

আকাশ সেনের সুরে গানটি গেয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুজন তারকা বালাম ও কোনাল। এখন পর্যন্ত গানটির ভিউ রয়েছে 3 কোটি 87 লাখের বেশি।

গানটি প্রথম মুক্তি পায় টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভিউ এর নিচে গানটি নিয়ে মন্তব্য করেছেন লাখো ভক্তরা।

আরও পড়ুনঃ ডেঙ্গু রোগী বেশি ঢাকার ১১ টি এলাকায়

কমেন্ট বক্সে হাজারো শ্রোতারা লিখেছেন‘ও প্রিয়তমা’ গানটি যতবারি শুনি আরো শুনতে মন চায়, আবার অনেকে বলেছেন

গানটির মধ্যে কেমন জানি মায়াবি একটা অনুভূতি ও স্মৃতি জরিয়ে রয়েছে। অসাধারন জনপ্রিয় একটি গান সেই সংঙ্গে

গানটির সাথে জরিত শাকিব খান, ইধিকা পাল , বালাস ও কোনালকে ভালোবাসা ও সুভেচ্ছা জানিয়েছেন লাখো শ্রোতারা।

আবার এদিকে অনেক বড় দির্ঘ একটা বিরতীর পর জনপ্রিয় একটি গান নিয়ে ফিরে আসাকে অভিনন্দন জানিয়েছেন অনেক ভক্তরা।

বালামের কন্ঠে গানটি সুনে আবার অনেকেই মন্তব্য করে বলেছেন, গানটি সুনলে হঠাৎ করে কেমন জানি স্কুল কলেজের ফেলে

আসা দিন গুলির কথা মনে পরে য়ায়। গানটির লুক ও অভিনয় দেখে শাকিব খান ও ইধিকা পালের প্রশংসা করেছে লাখো স্রোতারা। প্রথম আলোর একটি আয়োজনে

‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে বালাম বলে গানটি হঠাৎ করেই চলে আসে যেন একটা চমক এর কোন ব্যাখ্যা আমার কাছে নেই, তবে যা হয়েছে সত্তি অসাধারণ।

গানটি নিয়ে একই অনুষ্ঠানে মজার একটি তথ্য দিয়ে কোনাল বলেন গানটিতে আমি কন্ঠ দেই পরে যুক্ত হয় বালাম,

তবে মজার ঘটনা হলো গানটি যে আমি বালাম এর সাথে গেয়েছি সেটা জানতাম না। কোনাল যখন জানতে পারলেন

তখন সে তার অনুভূতি ব্যাক্ত করে বলেন। বালাম এর সাথে দৈত কন্ঠে গানটি গেতে পেরে আমি অনেক আনন্দ বোধ করছি।

জনপ্রিয় একজন গায়ক মিউজিশিয়ান বালাম ভাইয়ের সাথে কাজ করার একটা সুযোগ হয়েছে আমার খুব ভালো লেগেছে।

MD Tofayel

View all posts

Add comment