প্রশ্ন ফাঁসের কারণে ইতিমধ্যে একটি বোর্ডের এসএসসি পরীক্ষা ২০২২ কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে।
এক্ষেত্রে আরও কি কোন পরীক্ষা স্থগিত হবে এমন প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষার্থীদের মনে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানো হয়েছে।
চলতি বছর এসএসসি পরীক্ষা আয়োজন করা হচ্ছে নতুন নিয়মে পরিবর্তন করা হচ্ছে দুই ঘন্টায়।
তাছাড়া প্রশ্ন যাচাই-বাছাই করার সুযোগ বেশি দিচ্ছে। সব মিলিয়ে শিক্ষার্থীরা দারুন সুবিধা পাচ্ছে।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর Grace দিবে ? জানালো শিক্ষা মন্ত্রণালয়
কিন্তু তারপরও কিছু চক্র এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে। তার মধ্যে উল্লেখ যোগ্য
যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন ফাঁস করা হয়েছে। যা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
অন্য দিকে দিনাজপুর বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে।
মূলত এই কাজ করেছে তারা কয়েক জন শিক্ষক। দিনাজপুর বোর্ডের গণিত
পদার্থবিজ্ঞান কৃষিশিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান রসায়ন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে
এবং এর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। তাছাড়া জীব বিজ্ঞান ও উচ্চতর গণিতের
প্রশ্ন বাতিল করা হয়েছে। নতুন প্রশ্নের মাধ্যমে খুব শীঘ্রই সে পরীক্ষার আয়োজন করা হবে।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষার্থীকে পাঁচজন মিলে ধর্ষণ অতঃপর যা ঘটলো
সব মিলিয়ে বলা যায় চলতি বছর এসএসসি পরীক্ষা দিনাজপুর বোর্ডের জন্য অভিশাপ’
নেমে এসেছে কয়েকজন শিক্ষকের জন্য। এ ক্ষেত্রে এরকম অন্য বোর্ডে কোন সিদ্ধান্ত
হবে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় জানায় কোন ধরনের চিন্তা ভাবনা নেই।
এক্ষেত্রে যদি পরীক্ষা প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হবে। যদি কোন বোর্ডের
প্রশ্ন ফাঁস হয় এবং শিক্ষা মন্ত্রণালয় সে তথ্য পায় তাহলে সাথে সাথে সেই পরীক্ষা স্থগিত
ঘোষণা করা হবে এবং পরবর্তীতে নতুন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা আয়োজন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে না কোন ধরনের প্রশ্ন প্রশ্ন ফাঁস হলে সেই অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে।
এ ক্ষেত্রে কঠোর অবস্থানে বর্তমানে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে শিক্ষা
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান প্রশ্ন ফাঁস রোধ করতে যথেষ্ট পদক্ষেপ নেয়া হচ্ছে।
তারপরও যারা দায়িত্বে রয়েছে তারা যদি ইচ্ছাকৃত ভাবে এই কর্মকান্ডের সাথে জড়িত হয়। তাহলে কিছু করার
নেই অবশ্য তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং নতুন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা আয়োজন করা হবে।
Add comment