চলতি মাসের আগামী শুক্রবার অর্থাৎ 28 জুলাই প্রকাশিত হতে চলেছে SSC ও সমমান পরীক্ষার ফলাফল। 28 জুলাই আগামী শুক্রবার দিন সকাল 10: 30 মিনিট থেকে,

নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান গুলো থেকে এবং সেই সাথে অনলাইনের মাধ্যেমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

সর্ব শেষ এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, তাছারা দেশের বিভিন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলো,

এবং শিক্ষার্থীরা খুব সহজে কিভাবে ফলাফল দেখতে ও জানতে পারবে সে বিষয় গুলো সম্পর্কে বিভিন্য তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ক্রিকেট বিশ্বকাপে অধিনায়ক কে হবে – জানালেন নাজমুল হাসান পাপন

ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে জানানো হয়েছে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট,

educationboardresults.gov.bd মাধ্যমে প্রবেশ করে রোল ও রেজিস্টেসন নাম্বার দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

তাছারাও শিক্ষার্থীরা SMS এর মাধ্যমেও তারা তাদের কাঙ্খিত ফলাফল গুলো দেখতে পারবে। SMS এর মাধ্যমে যদি কোন শিক্ষার্থীরা ফলাফল দেখতে চায়,

তবে তাকে স্মাটফোন বা মুঠোফোনের অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজীতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে।

তার পর স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে 16222 নাম্বারে SEND করতে হবে। যেমনঃ-( SSC DHA ROLL YEAR ) পাঠিয়ে দিলে,

পরবর্তী SMS এর মাধ্যমে পরীক্ষার ফলাফল চলে আসবে।যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট এর শিট সহ পেতে,

বোর্ডের ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করতে হবে।তার পর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠান ইআইআইএন (EIIN) এন্টি করতে হবে।

সঠিক ভাবে কাজটি করতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।2023 এর এপ্রিল মাসের 30 তারিখ,

SSC ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে থাকা ৯টি সাধারন শিক্ষা বোর্ডের অধীনে SSC ও মাদ্রাসা সহ,

শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে SSC ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থী ছিল মোট 20 লাখের বেশি।

শিক্ষা বোর্ডের নির্দেশনা আছে পরীক্ষা শেষ হবার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে।

আর সে আনুযাই চলতি মাসের শেষ সপ্তাহে SSC ফলাফল প্রকাশিত হওয়ার কথা।

MD Tofayel

View all posts

Add comment