অলরাউন্ডার মঈন আলির বিদায়ি টেষ্ট শেষ হল ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ ড্র করার মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের অ্যাশেজ সিরিজ 2-2 সমতায় শেষ করলো স্বাগতিক ইংল্যান্ড।
সোমবার 31 জুলাই সিরিজ এর ৫ম ও শেষ টেষ্টে 49 রানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। গতকালকের টেষ্টে ম্যাচের মধ্যে
দিয়ে ২য় বারের মতো টেষ্ট থেকে বিদায় ব্রড-মঈনের। অস্ট্রেলিয়ার টার্গেট ছিল এই ম্যাচ জিতলে 2001 সালের পর আবারো
ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয়ের স্বাদ পাবে অস্ট্রেলিয়া। তবে দিন শেষ এমনটা হবে বুজতে পারেনি তারা
ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া 384 রানের টার্গেটে থেলতে নেমে ৪র্থ দিন শেষে বিন উইকেটে 135 রান করতে সক্ষম হয় সাগতিক অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নার 58 এবং উসমান খাজা 69 রানে অপরাজিত থাকে, সেই সাথে ম্যাচ জিততে হলে 10 উইকেট হাতে নিয়ে 249 রানের দরকার ছিল অজিদের।
আরো পড়ুনঃ খেলা সম্পর্কি নতুন নতুন আরো তথ্য পেতে

শেষ রক্ষাটি আর হলো না ৫ম ও শেষ দিনের ৪র্থ ওভারেই অস্ট্রেলিয়ার প্রথম জুটি ভাংলে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস
106 বলে 60 রান করা ওয়ার্নারকে শিকার করে নেন ওকস, 11 বল পরে খাজাকেও শিকার করে নেন ওকস, 145 বলে 72 রান করেন খাজা।
এর পার নামেন মার্নাস ল্যাবুশানেক তবে তাকেও বড় ইনিংস খেলার সুযোগ দেয়নি পেচার মার্কউচ 13 রানে বিদায় জানালেন
মার্নাস ল্যাবুশানেক।140 রান করে দারুন জুটির পর 29 রানের ব্যবোধানে 3 উইকেট হারিয়ে কঠিন চাপের মুখে পরে যায়
অস্ট্রেলিয়া দলের 169 রানে ৪র্থ উইকেটে জুটি বাধেন স্টিভেন স্মিথ ওট্রভিস হেড। রানের চাকা সচল করতে দারুন ভাবে
ম্যাচকে সামাল দিতে হয় দুজকে এরমধ্যে 3 উইকেটে 238 রান পেয়ে যায় অজিরা। তাছারা বৃষ্টির কারনে মাঠে নামতে পারেনি দু‘দল,
তৃতীয় ও শেষ ম্যাচে 7 উইকেট হাতে নিয়ে 52 ওভারে 146 রানে দরকার পরে অস্ট্রেলিয়ার আপর দিকি স্মিত ও হেডের জমে যাওয়া জুটি
ভাংতে মরিয়া হয়ে পরে ইংল্যান্ড 264 রান তুলে জয়ের শক্ত অবস্থানে ছিলো অস্ট্রেলিয়ার তবে নাটকিয় ভাবে ঘুরে যায় ম্যাচটি
18 বল ও 11 রানে 4টি উইকেটের পতন হয় অস্ট্রেলিয়ার দলের 264 রানে স্মিথ – হেডের 95 রানের জুটিতে ভাঙ্গন ধরান মইন।
70 বলে 43 রান করে অউট হয়ে যায় হেড। 275 রানের মধ্য আরো ৩টি উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার আর এসময়
স্মিথকে 54 রানে শিকার করেন ওকস,অস্ট্রেলিয়ার রান 300 হওয়ার আগেই আবার আঘাত হানে মইন, অধিনায়ক অজি
প্যাটকামিন্সকে 9 রানে আউট করেন ।এর থলে 294 রানে ৮ উইকেট হারাতে হয় অস্ট্রেলিয়াকে। ক্যরি ওমারফি দলকে জিতানোর লক্ষে
35 রান তুলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে, পরে মারফিকে 18 রানে শিকার করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে দেন ব্রড।
334 রানে অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান ক্যরিকে আউট করে জয় নিশ্চিত করে দেন ব্রড। ইংল্যান্ডের ওকস ৪টি, মইন
৩টি,ব্রড ২টি ও উড ১টি করে উইকেট নিতে সক্ষম হয়। অন্য দিকে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ানশিপ তৃতীয় চক্রের । অংশ এই সিরিজ
শেষে টেবিলে ৫ ম্যাচ খেলে সমান ২টি করে জয় হার এবং ১টিতে ড্র নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
সেই সাথে অ্যাশেজ সিরিজ ড্র করার মধ্যে দিয়ে টেষ্ট থেকে বিদায় ব্রড-মঈনের।
Add comment