নতুন করে আবারো বিতর্কের মুখে পরলেন দুই বাংলার অভিনেত্রী নুসরাত জাহান জানা গেছে তার বিরুদ্ধে অভিযোগ হলো ফ্লাট দেবার কথা বলে সকলের কাছ থেকে,
অর্থ নিয়ে এখন পর্যন্ত তিনি ফ্লাট হস্তান্তর করেননি এই অভিনেত্রী। অভিনেত্রী নুসরাত এর বিরুদ্ধে গত সোমবার
এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) দপ্তরে নুসরাত এর বিরুদ্ধে প্রতারনা বিষয়ক লিখিতো অভিযোগ করা হয়েছে। শঙ্কদেব পান্ডা
প্রতারনার সিকার এমন কয়েক জনকে নিয়ে এই অভিযোগ দাখিল করেন। মূলতো এই খবরটি প্রথম প্রকাসিত হয় টাইমস অব ইন্ডিয়ার একটি গনমাধ্যেমে,
অভিনেত্রী নুসরাত এর বিরুদ্ধে সেই অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার একটি সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী নুসরাত।
তিনি এই সংবাদ সম্মেলন করেন এই সংস্থার সাথে তিনি এখন আর যুক্ত নেই। তার বিরুদ্ধে যেই সংস্থার নামে অভিযো উঠেছে
সেই সংস্থা থেকে তিনি প্রায় 1 কোটি 16 লাখ রুপি ঋন নিয়েছিলেন অভিনেত্রী নুসরাত সেই অর্থ দিয়ে তিনি বাড়ি কিনেছেন।
আরো পড়ুনঃ প্রযোজক এর মাথায় হাত দুই নাইকার দন্দে

পরবর্তীতে অভিনেত্রী নুসরাত 2017 সালের 6 মে সুদসহ প্রায় 1 কোটি 40 লক্ষ রুপি তিনি পরিশোধ করেছেন। অভিনেত্রী
নুসরাত ফারিয়া চ্যালেঞ্জ করে বলেন এই দুর্নীতির সাথে তিনি কোন ভাবেই জরীত নয়। অভিনেত্রী নুসরাত এর বিরুদ্ধে আনা
অভিযোগে বলা হয়েছে 2014 সালে 429 জনের কাছ থেকে 5 লক্ষ 55 হাজার রুপি করে মোট 24 কোটি রুপি নিয়েছেন যা
বাংলাদেশী টাকায় প্রায় 31 কোটি টাকা। আর এই টাকা দিয়ে তিনি নাকি জমি কিনে সেখানে ফ্লাট নির্মান করবেন, এবং
প্রতোকের সাথে নাকি কথা ছিল 3 বছর সময়ের মধ্য প্রতোক কে 3রুমের একটি করে ফ্লাট বুঝিয়ে দিবেন তিনি। কিন্তু 9 বছর
পেরিয়ে গেলেও এখন পর্যনাত কোনপ্রকার ফ্লাট বা কোন কিছু বুঝে পায়নি ভুক্তোভুগীরা। এমন অভিযেগে ভুক্তোভুগীরা এর অগেও,
কলকাতার গরিয়াহাট থানায় লিখিতো দরখাস্ত দিয়েছিলেন ভুক্তোভুগীরা। মামলা হলেও কোন ফ্লাট কিংম্বা কোন অর্থ পাননি তারা।
পরবর্তীতে নাকি উল্টা অভিযো উঠেছে মামলাটি তুলে নেয়ার জন্য মামলা তুলে নেয়ার জন্য অনেক হুমকি ধামকিও নাকি
দেয়া হয়েছে তখন তাদেরকে পরবর্তীতে ইডির দপ্তরে হাজির হয়েছেন ভুক্তোভুগী ব্যাক্তিরা। আর সেখানে যারা অভিযোগ করেছিলেন,
তাদের কাছ থেকে জানা গেছে অভিনেত্রী নুসরাত এই টাকা দিয়ে তিনি নিযেই নাকি একটা বাড়ি কিনেছেন।পুরো বিষয়টি ভালোভাবে
তদন্ত করার জন্য ভুক্তোভুগী ব্যাক্তিরা ইডির কাছে আবেদন জানিয়েছে। আরো জানা গেছে বর্তমানে নুসরাত জাহান নাকি মেন্টাল সিনেমার সুটিং নিয়ে
ব্যাস্ত আছেন বিভিন্য ব্যাস্ততার মধ্যে দিয়েও তিনি আজ দুপুরে এক সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন নুসরাত।
Add comment