চোটের কারনে প্রায় দির্ঘ 10 মাস মাঠে বাইরে থাকা ভারতীয় পেচার বুমরা T-20 অধিনায়ক হিসেবে ফিরলেন। জানা গেছে পুরো ফিট হয়ে মাঠে ফিরছে বুমরা
সুধু এজন বলার হিসেবে নয় এবার যশপ্রীত বুমরা মাঠে ফিরছে অধিনায়ক হয়ে।আয়ারল্যান্ড এর সাথে 3 ম্যাচে T-20 সিরিজের জন্য
বুমরাকে অধিনায়ক করেছে ভারতীয় ক্রিকেটবোর্ড বিসিসিআই। তা ছারাও এর আগে ভারতকে এক টেস্টএর নেতৃত্ব দিয়ে ছিলেন বুমরা।
খ্যাতোনামা 29 বছর বয়সি বুমরা সর্ব শেষ খেলেছেন গতবছরের সেপ্টেম্বর মাসে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টুয়েন্টি সিরিজ।
বুমরা গতো বছর টি- টুয়েন্টি সিরিজ বিশ্বকাপ মিচ করেছিলেন তার পিঠে অসরো পাচার করানোর কারনে লম্বা এক বিরতিতে চলে যতে হয় তাকে।

আরো পড়ুনঃ
দির্ঘ দিন মাঠের বাইরে থাকার পর 2মাস বেঙ্গালুরুতে ন্যাশনাল একাডেমিতে কাটিয়েছে বুমরা অনেক সময় সেখানে থেকে
থীরে ধীরে বোলিং এর প্রাকটিস করে গেছেন তিনি এবং সেখানে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তিনি অধিনায়ক হিসেবে ফিরলেন।
অন্য দিকে ভারতের আয়ারল্যান্ডে সফরের দলে ডাক পেয়েছেন আর এক পেচার প্রসিধ কৃষ্ণা।2021 সালে ভারতীয় দলে অভীষেক হওয়া
এই পেচার 14 টি ওয়ানডে খেলে টি- টুয়েন্টিতে ডাকপেলেন এই প্রথম বারের মতো। সেই সাথে আয়ারল্যান্ডে সফরের দলে ডাক পেয়েছেন।
আইপিয়েলে সর্ব শেষ সারা ফেলানো ক্রিকেটার রিংকু সিং। তিনি 2023 সালে আইপিয়েলে 14 ইনিংসে 59.25 গড় ও স্ট্রইক
রেট 474 রান করেছেএই ব্যাটসম্যান রিংকু সিং 25 বছর বয়সি এই ক্রিকেটার এরই মধ্যে নিযেকে ভালো একজন ফিনিসার
হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন এতো দিনে।এছারাও দলে ডাক পেয়েছেন ভারতের হয়ে অভিসেকের অপেক্ষায় থাকা
একাধারে উইকেট কিপার ও ব্যাটসম্যান জিতেশ শর্মা।দীর্ঘ দিন পরে খেলার মাঠে ফিরে আশা এই তিন তারকার অপেক্ষায়
ছিলেন অনেক ভক্তরা আর এই দির্ঘ সময় পারি দিয়ে খেলার মাঠে ফিরে আসতে পেরে তারাও অনেক খুশি তারা আরো
জানিয়েছেন নিজেদে সর্বচ্ছ চেষ্টা দিয়ে ভালো পারফর্ম দেখাতে চায় তাদের ভক্ত বাসিদের কাছে।
আরো পড়ুনঃ
দির্ঘ দিন মাঠের বাইরে থাকার পর 2মাস বেঙ্গালুরুতে ন্যাশনাল একাডেমিতে কাটিয়েছে বুমরা অনেক সময় সেখানে থেকে থীরে ধীরে বোলিং এর প্রাকটিস করে গেছেন তিনি এবং সেখানে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তিনি অধিনায়ক হিসেবে ফিরলেন
।
Add comment